বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশে বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় সৃষ্ট সকল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) স্বেচ্ছাশ্রমে বিএনপির বর্জ্য অপসারণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির আহবায়ক মো. আমিনুল হক ও যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর।
উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। এর ফলে ওই এলাকায় সৃষ্ট বর্জ্য ব্যপস্থাপনা কার্যক্রম শুরু করে বিএনপি।









