বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাসভবনে তল্লাশি করেছে ডিবি পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আমীর খসরুর বনানীর বাসভবন ঘিরে রেখে বাসা তল্লাশি শুরু করে ডিবি পুলিশ।
দেশে আইনের শাসন নাই উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইস্রাফিল খসরু বলেন, এভাবে বাসায় ঢুকে তল্লাশি আবাক করার মত বিষয়।
বেলা সোয়া ১১টার দিকে তল্লাশি শেষ করে চলে গিয়েছে পুলিশ। তল্লাশির সময় আমির খসরুর স্ত্রীর পাসপোর্ট ও মোবাইল ডিবি পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেন ইস্রাফিল খসরু।








