বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি নির্বাচনে যাবেন বলে যে কথা প্রচার করা হয়েছে তা ঠিক নয়; তবে বিএনপি নির্বাচনে গেলে তিনি নির্বাচন করবেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। বিএনপিরও নানা সমালোচনা করে তিনি বলেন, বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ খুব দুর্বল। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন মেজর হাফিজ।






