আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১ ডিসেম্বর) রায়পরবর্তী প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি একথা জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বিচার কাজ হয়েছিল। ন্যায়বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে।
রায়ের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানে বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।









