বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তি এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
শুক্রবার ১০ মে বিকাল ৩টা থেকে শুরু হয় সমাবেশ। এই সুবাদে দুপুর আড়াইটার পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর সভাপতিত্ব করছেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
২৮ অক্টোবরের পর ২৭ জানুয়ারি নতুন সংসদ বাতিলের দাবিতে কালোপতাকা মিছিল করেছিল বিএনপি। তবে নির্বাচন বাতিল ও সরকার পতনের আন্দোলনের নতুন ধাপে আজকের সমাবেশ এটাই প্রথম। যেখানে বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা।
বিএনপির এ সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে ১৯টি শর্তে দেয়া হয়েছে।









