বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন।
আজ (২০ মার্চ) বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকের পর দলটির স্থয়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচন ও সংস্কারসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। ইইউ যে কোন সাহায্য করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, অনেকেই মনে করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আমরাও মনে করি, দ্রুত নির্বাচন হওয়া দরকার। রোববার সংস্কার প্রস্তাবনা জমা দেবে বিএনপি। যেসব বিষয়ে ঐক্যমতে পৌছান যাবে, সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে।









