জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সাথে বৈঠক করেছেন বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
সম্প্রতি হওয়া এই বৈঠকে বাংলাদেশীদের বিদ্যমান সমস্যা, সমাধান ও সম্ভাবনাসহ কনস্যুলেটের সেবার মান বৃদ্ধি, দক্ষ শ্রমিক নিয়োগ, রেমিট্যান্স প্রবাহ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের উদ্ধতন কর্মকর্তারা। এছাড়া বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব।
আসন্ন বিজয় দিবসসহ কন্সুলেট কর্তৃক রাষ্ট্রীয় যেকোন কর্মসূচি পালনে সৌদি আরব বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করা হয়।
কনসাল জেনারেল বিএনপির প্রতিনিধি দলকে ইতিবাচক আলোচনা ও পরামর্শ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রবাসে থেকেও আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে কনসুলেট ও কমিউনিটি এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল মান্নান, মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন ও কেফায়েত উল্লাহ চৌধুরী। এছাড়াও শেখ মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, টিপু সুলতান, সাখাওয়াত ও আলাউদ্দিন উপস্থিত ছিলেন।









