বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল।
আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর নেতৃত্ব দিচ্ছেন পেং জিউবিন। তার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।
আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।









