সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ঠেকাতে বাড়িওয়ালাদের সাথে বৈঠক ও মত বিনিময় করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা।
গতকাল (১৩ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় ডিইপিজেড এর অত্যন্ত কাছে শ্রমিক অধ্যুষিত এলাকা ধংশনা ইউনিয়নের মধুপুর গ্রামে স্থানীয় বাড়িওয়ালাদের সাথে এই মতবিনিময়ে অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর বাড়িওয়ালাদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ আশুলিয়া থানা বিএনপির নেতৃবৃন্দ সেসময় ওই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদেরকে বুঝাতে সক্ষম হন যে, পোশাক শিল্প না বাঁচলে আমরা ভালো থাকতে পারবো না। কারণ এই এলাকার মানুষের প্রধান আয়ের উৎস বাড়ি ভাড়া।
তারা সবাই অঙ্গীকার করেন যে বহিরাগত কোন দুষ্কৃতকারীরা শিল্প প্রতিষ্ঠানে অসন্তোষ তৈরি করতে গেলে তারা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের সোপর্দ করবেন। আজ থেকে শিল্প প্রতিষ্ঠানের কোন অন্যায় অসন্তোষ বরদাস্ত করা হবে না বলে বক্তারা জানান।









