ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চলা প্রার্থীদের মধ্যে রয়েছেন ক্রীড়াঙ্গনের কয়েকজন পরিচিত মুখ।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী তারকা আমিনুল হক। বর্তমানে তিনি দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। আরেক সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সাবেক সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন ভোলা-৩ আসনে।
খুলনা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি। ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন ক্রীড়া সংগঠক ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের।
অন্যদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, তিনি সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।









