বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ৩১ অক্টোবর রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ চ্যানেল আই অনলাইনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সেও হামলা চালানো হয়।
আন্দোলনের একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা চালায়। সেখানে ভাংচুরের পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ওই দিন বিএনপি-পুলিশ সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। পর দিন, দায়িত্বরত পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৪৯ জনের নামে শাহজাহানপুর থানায় মামলা করে পুলিশ। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অন্তত ৮০০ জনকে।







