চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫৫) মৃত্যু হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, সোমবার (১২ জানুয়ারি) রাত ৯ টার দিকে জীবননগর পৌর এলাকায় সেনা-পুলিশ সমন্বয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার নিজস্ব ঔষধ ফার্মেসি থেকে নিয়ে যাওয়া হয়। এরপর জীবননগর উপজেলা বিএনপি অফিসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে মারধর করে বলে অভিযোগ তোলেন নেতাকর্মীরা।
এতে শামসুজ্জামান ডাবলু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে নিকটস্থ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেনাবাহিনীর টিম শামসুজ্জামান ডাবলুকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে শামসুজ্জামান ডাবলুর আত্মীয়-স্বজন এবং দলীয় লোকজন বিষয়টি জানতে পেরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জড়ো হয়। সেনাবাহিনীর সদস্যগণ স্বাস্থ্য কমপ্লেক্সের মেইনগেট বন্ধ করে শামসুজ্জামান ডাবলুর লাশসহ ভিতরে অবস্থান করছিল। রাতেই হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করতে থাকে।









