ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি জলমহাল নিয়মতান্ত্রিকভাবে ইজারা নিয়ে ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি তিন বছর ধরে জোর করে ভোগদখল করছে বলে অভিযোগ করেছেন মথনপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ।
শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের সভাপতি ও লীজগ্রহীতা রাসেল রানা।
এতে লিখিত অভিযোগ করে তিনি জানান, সকল নিয়ম মেনে প্রায় ১০০ বিঘা সাঁকো বাওড় জলমহাল ছয় বছরের জন্য ২০১৯ সালে ইজারা নিয়েছেন। অথচ গত তিন বছর ধরে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে সাইন করিয়ে প্রভাবশালী চক্রের পৃষ্ঠপোষকতায় জলমহাল অবৈধ ভোগদখল করছেন বারোবাজার ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আবদুর রশীদ।
বৈধভাবে ইজারা নেয়া জলমহাল ব্যবহার করতে না পেরে মানবেতর দিন যাপন করতে হচ্ছে জানিয়ে রাসেল রানা আরও জানান, তাকে পালিয়ে থাকতে হচ্ছে। তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ও স্থানীয় সংসদ সদস্যের কাছে গিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে জানান তিনি।







