বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সব ক্ষেত্রে ব্যর্থ এই সরকার পতনে আর একটি ধাক্কা দিতে হবে। ছাত্রদল সেই ধাক্কা দেওয়ার সূচনা করেছে।
শনিবার (২৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, সরকারের ওপরের মহলের নির্দেশেই ছাত্রদলের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের এই আন্দোলনের ইস্যু সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও বেগম খালেদা জিয়ার মুক্তি। আমাদের ইস্যু একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দিবে, ইভিএমের মাধ্যমে না।
স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আর চুপ থাকা যাবে না, আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে হবে।সরকার পতনের এক দফা দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।







