বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করলে শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটে তাকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেওয়া হয়।
রাত ৩টা ২০ মিনিটে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।
মির্জা ফখরুল জানিয়েছেন, হার্টের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।






