পোস্টাল ব্যালট ও নির্বাচনী আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে একাধিক উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরেছে বিএনপি। দলটির অভিযোগ, বিদ্যমান ভুলভ্রান্তির কারণে বিএনপি ভিকটিমাইজড হচ্ছে এবং এ বিষয়ে ইসিকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় আগের মতোই উদ্বেগ রয়েছে। কাজটি সঠিকভাবে হয়নি এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে ইসির কাছে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, আচরণবিধি সংক্রান্ত আলোচনায় ভোটার স্লিপে দলের নাম ও প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ভোটারদের জন্য বিষয়টি সহজ হয়।
চেয়ারপারসনের সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আচরণবিধির কারণে নয়, বরং ইসির অনুরোধেই সফর স্থগিত করা হয়েছে। এ নিয়ে অন্যান্য দল যে কুৎসা রটাচ্ছে, সেটিই আচরণবিধি লঙ্ঘনের শামিল।
পোস্টাল ব্যালট ব্যবহারের বিষয়ে তিনি জানান, এটি দেশের অভ্যন্তরেই বেশি ব্যবহৃত হবে। তাই দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব ইসিকে দেওয়া হয়েছে।









