চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় গতকাল সন্ধ্যায় নির্বাচনীর গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে আহত চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এখন শঙ্কামুক্ত। রাতে এভারকেয়ার হাসপাতালে অপারেশন করে তার শরীর থেকে গুলি বের করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ অক্টোবর, আজ সকালে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিষয়টি জানান।
চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানিয়েছেন, গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলেনতা শান্তকে আইসিইউতে শংকটজনক অবস্থায় রাখা হয়েছে। তার শরীরে গুলি গলার একপাশে ঢুকে আরেকপাশে বেরিয়ে গেছে।
এদিকে নিহত সরোয়ার বাবলার মরদেহ হাসপাতালে ময়না তদন্ত করে নেয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় বাইজিদ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।
এ ঘটনার প্রতিবাদে আজ বিকাল তিনটায় চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠন প্রতিবাদ প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে।









