সৌদি আরবের জেদ্দায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) জেদ্দার স্থানীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌদি আরব বিএনপি’র আহ্বায়ক আহমেদ আলী মুকিব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রকৌশলী নুরুল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুশতাক আহমেদ। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, তায়েফসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোচনা সভায় নির্বাচন কমিশনার কর্তৃক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব প্রবাসী নেতাকর্মীদের পোস্টাল ভোটিং এর মাধ্যমে ভোট প্রদানের সাধারণ প্রবাসীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ক্যাম্পে এবং প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন বহির্বিশ্বের ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনকে সফল্যমন্ডিত করতে হবে, সবার অংশগ্রহণের মাধ্যমে তা সম্ভব। তিনি সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বিচার সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ মোনাজাতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সম্প্রতি সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সুস্থতা দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া হয়।









