পুরনো কর্মস্থল চ্যানেল আইয়ে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব এবং চ্যানেল আইয়ের সাবেক প্ল্যানিং এডিটর সালেহ শিবলী। শুক্রবার বিকেলে তিনি চ্যানেল আই কার্যালয়ে আসেন। এসময় তার সাবেক সহকর্মীদের সাথে ঘরোয়া পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
চ্যানেল আই প্রাঙ্গনে তাকে স্বাগত জানান তার পুরনো সহকর্মী ও চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী ২০০৭ সাল থেকে ২০০৯ পর্যন্ত প্ল্যানিং এডিটর হিসেবে চ্যানেল আইয়ে কর্মরত ছিলেন। সেসময় একটি সিরিজ রিপোর্টের সূত্র ধরে তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তারেক রহমানের সাথে গত ২৫ ডিসেম্বর সালেহ শিবলী দেশে ফিরেন। এরপর ৩ জানুয়ারি তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান।
চ্যানেল আই পরিদর্শনে তার সাথে ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন রিমন।









