দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে রাজশাহীতে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে কেন্দ্র করে রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বিএনপি নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহী সফরে এসেছিলেন তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবার রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই নির্বাচনী জনসভা রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলার সমন্বয়ে আয়োজন করা হচ্ছে। জনসভা মঞ্চ থেকে তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান তারেক রহমান।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই জনসভায় বিপুল পরিমাণ জনসমাগম হবে। রাজশাহী মহানগর ও জেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নেবেন।
এ বিষয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, দীর্ঘদিন পর দলীয় প্রধানের রাজশাহী সফর নেতাকর্মীদের মধ্যে নতুন শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। এই জনসভা রাজশাহীর রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
রাজশাহীর জনসভা শেষে একই দিন তারেক রহমান নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।









