জনদুর্ভোগ কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ রোববার (২০ অক্টোবর) নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।
রিজভী বলেন, সরকারকে মনে রাখেতে কৃষি খাতের স্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও ডিজেল-অকটেনের দাম নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। সুযোগ-সন্ধানীরা নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন রিজভী।
সংবাদ সম্মেলনে বণ্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি।









