বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৪৭ জন সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত দলীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ বুলবুল সভাপতি এবং মো. জাহিদ খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। নতুন কমিটি অনুমোদনের সময় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাসনাইন ইব্রাহীম। এর আগে একটি ৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।
পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ পদে আছেন, সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুসালেহ বুলবুল, সাধারণ সম্পাদক মো. জাহিদ খান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সামাদ সাদ, সহ-সভাপতি মো. রুহুল ইসলাম সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল ও আসিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ঘোষ ও কাজী সিফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান ও মো. সাজিদুল ইসলাম সাজিদ, দপ্তর সম্পাদক এস. এম. জাকারিয়া হোসেন, সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, কোষাধ্যক্ষ নাবিল সাদিদ, প্রচার সম্পাদক এ. এম. শিহাব উদ্দিন খান, সহ প্রচার সম্পাদক মো. তাফহিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম সানি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক সম্পাদক হীরা নায়লা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মারুফ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাশরাহ। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মিনহাজুল আরাফাত, ছাত্র বিষয়ক সম্পাদক তসলিম মাহমুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান।
সম্মানিত সদস্য ২১ জন হচ্ছেন, মোল্লা আজাদ, শাহেদ শিহাব, কামারাম মুনিরা, মিসেস মমো, আতিকুল হক, খান আজাদ আল আফিক, এফ. এম. ফাহাদ, আল-আমিন হোসাইন, নাফ এ-রাসুল রাফি, মো. খালিদ, মোহাম্মদ রিঙ্কু, হাসান খান, মো. নাঈম খান, মোয়াজ্জেম হোসেন, মো. মমিন ইসলাম, মো. সাইফুল আলম, দেওয়ান শরিফুল ইসলাম, মো. মেহেদী হাসান পারভেজ, আব্দুর রহমান আলভী, এস. এম. সাইমুর ইসলাম শিয়াম ও আল মঈন শোমো।
নেতাদের বক্তব্যে আত্মবিশ্বাস ও দৃঢ়তা সভাপতি ইঞ্জিনিয়ার আবুসালেহ বুলবুল বলেন,“দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে। অস্ট্রেলিয়ায় আমরা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করব।”
সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বলেন,“দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে বিএনপি আপসহীন থেকেছে। এই সময়ে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষার লড়াই অব্যাহত থাকবে।”
সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মন্তব্য করেন,“তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। আমরা সেই গণজাগরণ ও জাতীয় ঐক্যের ধারা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের জন্য আয়োজন করা হয় সান্ধ্যকালীন আপ্যায়নের। সম্পূর্ণ আয়োজনটি ছিল উৎসবমুখর পরিবেশে।









