সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে এক’দিন বিরতি দিয়ে আগামী বুধবার ১৫ নভেম্বর থেকে পঞ্চম দফায় আবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।
সোমবার ১৩ নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করে।
এক দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আবার ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
পঞ্চম দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড।
জানা গেছে: এরপর নির্বাচন কমিশন (ইসি) যদি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে কর্মসূচির ধরণে পরিবর্তন আনা হবে। সেক্ষেত্রে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬ দলের বাইরে যেসব দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। তাদের সঙ্গে সমন্বয়ক রেখে নতুন কর্মসূচি দেওয়া হবে। এক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পরের দিন থেকে হরতালের কর্মসূচি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলোর।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী চতুর্থ দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আজ সোমবার সন্ধ্যা ছয়টায় শেষ হবে।







