২ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে যুদ্ধ। এখনও এই লড়াই থামার কোন লক্ষণ নেই। এর মধ্যেই ইউক্রেন দাবি করেছে, ১টি রোগ রাশিয়ার সেনাদের ধ্বংস করে দিচ্ছে। এই রোগে আক্রান্ত হলে মানুষের চোখ থেকে রক্ত পড়ে। এছাড়াও প্রচণ্ড মাথাব্যথা ও বমি হতে থাকে। এই রোগের নাম ‘মাউস ফিভার’।
ইউক্রেনের প্রধান গোয়েন্দা দপ্তরের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ান ইউনিটগুলোতে ছড়িয়ে পড়েছে মাউস ফিভার। এই রোগের বেশ কয়েকটি উপসর্গের মধ্যে রয়েছে গুরুতর মাথাব্যথা, শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, সারা গায়ে ফুসকুড়ি এবং লাল-লাল ভাব, নিম্ন রক্তচাপ, চোখ থেকে রক্তপাত, বমি বমি ভাব এবং দিনে বেশ কয়েকবার বমি হওয়া।
এই রোগটি এক ধরনের স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণ এবং ইঁদুরের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কিত হওয়ায় এর নাম মাউস ফিভার। মূলত ইঁদুরের মলের মাধ্যমে ছড়ায় এই রোগ। যে সব এলাকায় ইঁদুরের মল থাকে, সেখানকার বাতাসে ছড়িয়ে পড়ে এই রোগের জীবণু। ওই সব স্থানে শ্বাস নিলে মানুষের শরীরে ঢুকে পড়ে এই রোগের জীবাণু।
ইউক্রেনের গোয়েন্দা বিভাগের দাবি, এই রোগের প্রাদুর্ভাবের বিষয়টি রাশিয়ান কমান্ডাররা প্রথমে উপেক্ষা করে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা এই রোগটিকে গুরুত্ব দিচ্ছে না। সেনাদের কাছ থেকে এই রোগের কথা জানার পর তারা বিষয়টিকে একটি অজুহাত বলেই ভাবে। ইউক্রেনের দাবি, বিষয়টি মোটেও তা নয়। ভালোভাবেই ছড়িয়েছে এই সংক্রমণ।








