অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’ চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।
বিভিন্ন অপরাধে গ্রেপ্তাররা হলেন- জুম্মান, মো. আরিফ, মো. আবু বক্কর, রবিন, মো. আলমগীর হোসেন, মো. আকতার হোসেন, মো. আল আমিন, মো. তুহিন, লাভলু, মো. ইসমাইল, মো. শরীফ, উৎপল চন্দ্র দাস, সাকির, ইসমাইল, সোহেল ও সজল।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে তিনি জানান, কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে চিহ্নিত মাদককারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তারদের বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।









