Advertisements
রাজধানীর গুলিস্তানের নর্থসাউথ রোডের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের দুই মালিক ও বেজমেন্টের এক দোকান মালিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, ওই ঘটনায় ভবন মালিকের অবহেলা ও অনিয়মজনিত দায় যেমন রয়েছে তেমনই দায় রয়েছে রাজউক ও তিতাসসহ সেবা সংস্থাগুলোরও।






