মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোররাত থেকেই চাঞ্চল্যকর পরিস্থিতি চণ্ডীগড়ে। বলিউডে জনপ্রিয় র্যাপার বাদশার রেস্তোরাঁ তথা পানশালায় হল বিস্ফোরণ। ভোর রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে।
শোনা গেছে, দুই বাইক আরোহী এসে রেস্তোরা তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গেও যুক্ত বাদশা। চণ্ডীগড়ে তার এই ‘ডি’ওরা’ নামের রেস্তোরা তথা পানশালা বেশ পরিচিত। যেটি সেক্টর ২৬ থানার বিপরীতে অবস্থিত। তাইতো প্রশাসনের নাকের ডগায় এত বড় কাণ্ড ঘটায় নতুন করে ভাঁজ পড়েছে বলিউডের কপালে।
জানা গেছে, সাত-আটজন কর্মী সেখানে কাজ করে। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরায় ছিলেন না। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরা-পানশালার জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।
খবর পেয়েই ঘটনা স্থলে যান তদন্তকারী অফিসাররা। প্রত্যক্ষদর্শীরাই বাইক আরোহীদের কথা জানায় বলে খবর। এর পরই ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে? তা জানার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে বাদশার পক্ষ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি।
গেল অক্টোবরে মুম্বাইয়ের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। যেই হত্যাকাণ্ডে লরেন্স বিষ্ণোই জড়িত বলে খবর। যার পর থেকেই মৃত্যুর হুমকিতে বলিউডের নামী দামী সব তারকারা। সেই তালিকার শুরুতেই রয়েছে বলিউড ভাইজান সালমান খানের নাম। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই বিষয় গুলিকে এক করছেন। –ইন্ডিয়া টুডে









