কে পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র জিসুর সঙ্গে কোরিয়ান অভিনেতা আন বো-হিয়ানের প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেছে। তিন মাসেরও কম সময় টিকলো এই সম্পর্ক।
সূত্রের খবরে জানা গেছে, দুজনের ব্যস্ততার কারণেই এই সম্পর্ক টেকেনি। ব্রেকআপের খবরটি নিশ্চিত করেছে জিসুর এজেন্সি।
ব্ল্যাকপিঙ্কের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্টের তরফ থেকে বলা হয়েছে, ‘জিসু এবং হিয়ানের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার খবরটি সত্যি। ব্যস্ত শিডিউলের কারণে তাদের মাঝে দূরত্ব বেড়ে গিয়েছিল। সেজন্যই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তারা।’
চলতি বছরের আগস্টে ওয়াইজি এন্টারটেইনমেন্টের তরফ থেকেই জিসু ও হিয়ানের প্রেমের খবরটি নিশ্চিত করা হয়েছিল। বলা হয়েছিল, ‘জিসু ও হিয়ান একে অপরকে চিনছেন এবং তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে।’
ব্রেকআপের খবরে এই জুটির ভক্তদের মন ভেঙ্গে গেছে। একজন লিখেছেন, ‘জিশুকে যেতে দিলেন কেন হিয়ান? জিসু তো ঠাণ্ডা মাথার মানুষ।’ আরেকজন লিখেছেন, ‘জিসু আরও ভালো ছেলে প্রত্যাশা করেন।’ আরেক ভক্তদের মন্তব্য, ‘এত জলদি? মাত্র সেদিনই তো ডেটিং শুরু করলেন তারা!’
সূত্র: হিন্দুস্তান টাইমস








