মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যোগ দিচ্ছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর জেনি। মার্ভেলের প্রথম এশিয়ান সুপারহিরো টিমের সদস্য হবেন তিনি, এমনটাই জানা গেছে।
জানা গেছে জেনির চরিত্রের নাম ‘লুনা স্নো’, এক কে-পপ তারকা যার আছে বরফের সুপার পাওয়ার। জেনির মতোই ‘লুনা স্নো’ চরিত্রটিকেও কোরিয়ান এবং ইংরেজি বলতে দেখা যাবে।
দক্ষিণ এশিয়ান তারকাদের নিয়ে একটি সুপারহিরো টিম বানাবে মার্ভেল। সেই সিনেমাতেই জেনিকে দেখা যাবে, এমনটাই শোনা যাচ্ছে।
মার্ভেল বর্তমানে হলিউড তারকাদের তারকাদের বাইরেও এশিয়ান সহ বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের নিয়ে কাজ করছে। সিমু লিউ, ক্লোয়ি ঝাও, রায়ান কুগলার, প্রয়াত চ্যাডউইক বোসম্যানকে নিয়ে কাজ করে জাতি ও বর্নের প্রাচির ভেঙ্গেছে মার্ভেল।
সূত্র: কইমই








