নেটফ্লিক্সের বহু আলোচিত থ্রিলার ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। প্রথম সিজনে সব শ্রেণির দর্শকদের মন জয় করা এই সিরিজটি ফিরছে ‘দ্বিতীয় সিজন’ নিয়ে! নেটফ্লিক্সের এমন ঘোষণায় দর্শকদের মধ্যে রীতিমত উন্মাদনা।
জাহান কাপুর আবারও ‘জেলার সাহেব’-এর চরিত্রে ফিরছেন! এটা নিয়ে বহু দর্শক ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন। জনপ্রিয় ক্রাইম থ্রিলার ব্ল্যাক ওয়ারেন্ট-এর দ্বিতীয় সিজন যে এবার আরো দুর্দান্ত হবে, সেই ইঙ্গিতও পাওয়া গেছে!
প্রথম সিজনে জাহানের শক্তিশালী অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এবার স্ট্রিমিং জায়ান্ট তাদের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিজন ২-এ তার প্রত্যাবর্তনের কথা নিশ্চিত করলো।
নতুন এই সিজন কী নিয়ে, এ নিয়েই এখন চলছে তুমুল কথাবার্তা। সিজন ২-এ তিহার জেলের ইতিহাস থেকে নেওয়া আরেকটি বাস্তব ও উত্তেজনাপূর্ণ কেস দেখা যেতে পারে—হয়তো কোনও কুখ্যাত বন্দি বা রাজনৈতিক ষড়যন্ত্র জেলের অভ্যন্তরে ঘটছে, যেখানে আবারও জেলারের নজরদারিতে সব কিছু চলবে। এমন গুঞ্জনই চলছে ভক্ত অনুরাগীদের মধ্যে।
আবার অনেকে বলছেন, সিজন ১-এর আলোচিত বিকিনি কিলার কেসের বিচার ও গ্রেপ্তার পরবর্তী প্রভাব সিজন ২-এ উঠে আসতে পারে। সিজন ১-এ যেসব প্রশ্ন বা ষড়যন্ত্র পুরোপুরি প্রকাশ পায়নি, এবার সেগুলোর গভীরে যাওয়া হতে পারে। তবে সিজন-২ এর প্লট নিয়ে যা যা এখন পর্যন্ত বলা হচ্ছে, তার সবই অনুমান।
জেলের ভেতর অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির ইঙ্গিতও ছিল আগের সিজনে। সুতরাং এবার তিনি পড়বেন আরও কঠিন ও রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিবেশে, যেখানে কাউকে বিশ্বাস করাই হয়ে উঠবে কঠিন। এমনটাও বলছেন কেউ কেউ।
এখন দেখার বিষয়, জাহান কাপুর নতুন কী চমক দেখান ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর নতুন সিজনে। নেটফ্লিক্স জানিয়েছে, খুব শিগগির সিরিজটির দ্বিতীয় সিজন দেখতে পারবেন দর্শক। ঘোষণার দিনে জেলার জাহান কাপুরের একটি পোস্টারও উন্মোচন করেছে নেটফ্লিক্স!









