রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রতিটি বাস থেকেই কালো ধোঁয়া বের হয়, বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং শব্দদূষণবিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, বিআরটিসির যত বাস রয়েছে, সবগুলো থেকেই কালো ধোঁয়া বের হয়। রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি জানান, দীর্ঘদিন ধরে দূষণকারী যানবাহন অপসারণে স্ক্র্যাপ নীতিমালা চূড়ান্ত করার চেষ্টা করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, পুরোনো বাস পরিবর্তনে সময় লাগতে পারে, তবে অন্তত নিয়মিত মেইনটেন্যান্স নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন ধরে এ বিষয়ে গড়িমসি করার আর কোনো যৌক্তিকতা নেই।
অনুষ্ঠানে চালকদের দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ হলে গতি ও দুর্ঘটনা দুটোই কমবে। হর্ন ব্যবহার ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হতে পারে না, এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









