‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট। রোববার বিকেলে পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। আয়োজনে সারা দেশের বিভিন্ন জেলা, ক্লাবসহ ২৪ দলের ১১২ জন প্রতিযোগী ৯টি ইভেন্টে অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী দলগুলো হল- বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, উত্তরা টেনিস ক্লাব, ঢকা ক্যান্টনমেন্ট টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস কমপ্লেক্স, ঝালকাঠি টেনিস ক্লাব, মেহেরপুর টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব।
এছাড়া স্টেশন ক্লাব বগুড়া, বিপিএটিসি-সাভার, মাদারীপুর টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, গোপালগঞ্জ টেনিস ক্লাব, খুলনা টেনিস ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রেশন ক্লাব, গুলশান ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, নাটোর টেনিস ক্লাব এবং স্বাগতিক বিকেএসপি।
উদ্বোধনী দিনে বিকেএসপির মিতু বাংলাদেশ টেনিস ফেডারেশনের বুশরাকে ৮-০ গেমে, বিকেএসপির কাব্য গায়েন মাদারীপুরের ইমরান চৌধুরীকে ৬-৩, ৬-১ সেটে এবং বিকেএসপির তাজ রাজশাহীর পূর্ণকে ৩-৬, ৬-১ ও ৬-২ সেটে পরাজিত করেন।
প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. ইমরান হাসান। অতিথিরা দেশব্যাপী টেনিস খেলার চর্চার উপর গুরুত্বারোপ করেন।









