মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ আসরে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। সাফজয়ী দলে পাঁচজন ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক শিক্ষার্থী। তাদের সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিকেএসপির সাফজয়ী খেলোয়াড়রা হলেন- ফাইনালে শিরোপা নির্ধারণী গোলস্কোরার ঋতুপর্ণা চাকমা, ভারতের বিপক্ষে গোল করা আফইদা খন্দকার প্রান্তি, শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানী ও সাগরিকা। সংবর্ধনা অনুষ্ঠানে তাদের ২৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সম্মাননা স্মারক ও পুরস্কারের চেক তুলে দেন। উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
এবারের মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। ফাইনালে মনিকা চাকমার প্রথম গোলের পর দ্বিতীয় গোল করেন ঋতুপর্ণা চাকমা।









