কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন মানেই চ্যানেল আইয়ে দিনভর বিশেষ আয়োজন। সোমবার (১৭ নভেম্বর) এই গুণী শিল্পীর ৭৩তম জন্মদিনেও হয়নি ব্যতিক্রম। এদিন দুপুরে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’-এ উপস্থিত ছিলেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী রফিকুল আলম এবং এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী লুইপা।
অনুষ্ঠানে রুনা লায়লাকে নিয়ে আবেগঘন কথা বলেন রফিকুল আলম। তিনি বলেন,“পৃথিবীর ইতিহাসে কিছু কিছু প্রতিভা জন্মগ্রহণ করে না, আভির্ভূত হয়। তাদের ব্যাখ্যা দিতে গিয়ে ভাষা খুঁজে পাওয়া যায় না। যেমন সাগরের বিশ্লেষণ হয় না, চাঁদের কোনো উপমা নেই— রুনা লায়লার ক্ষেত্রেও তাই।”
গুণী এই শিল্পী আরো বলেন,“আমাদের মতো ছোট দেশে এমন এক প্রতিভার জন্ম হয়েছে, যিনি সংগীত থেকে শুরু করে সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে যে অবদান রেখেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।”
তিনি আরও যোগ করেন,“বাংলা ভাষাভাষি শিল্পীদের মধ্যে খুব কম মানুষই গান দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। রুনা আপা তাদের একজন। তার কণ্ঠ যেমন অনন্য, তেমনি অনন্য তার অবদান।”
অন্যদিকে এ প্রজন্মের শিল্পী লুইপা জন্মদিনে রুনা লায়লাকে জানালেন গভীর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
তিনি বলেন,“আমাদের প্রজন্মের শিল্পীদের কাছে এটা যেন ঈদের মতো আনন্দের দিন। রুনা ম্যামের জন্মদিন মানেই বিশাল এক উদ্যাপন। তিনি এবং তার মতো কিংবদন্তীরা মনের দিক থেকে কত বড়—তা তাদের আচরণেই বোঝা যায়। আমাদের ভালো–মন্দ নিয়ে নিয়মিত যে পরামর্শ ও দিকনির্দেশনা দেন, তা আমাদের সংগীতজীবনকে সমৃদ্ধ করছে।”
লুইপা আরও বলেন,“চ্যানেল আই সেরাকণ্ঠের মাধ্যমে আমি অসংখ্য গুণীজনের সান্নিধ্য পেয়েছি। বিশেষভাবে রুনা ম্যামের স্নেহ আর পরামর্শ আমাকে অনেক সমৃদ্ধ করেছে। তার জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা।”
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পাওয়া রুনা লায়লাকে নিয়ে এদিন রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে থাকছে একটি সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘চিরদিন আমি রবো’।
অনন্যা রুমার প্রযোজনায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন রুনা লায়লার সুযোগ্য শিষ্য এবং উত্তরসূরী চ্যানেল আই সেরাকণ্ঠের কোনাল, ঝিলিক এবং ইউসুফ।









