২৩ জানুয়ারি বাংলা চলচ্চিত্রের মুকুটহীন রাজা নায়করাজ রাজ্জাকের জন্মদিন। আর এই বিশেষ দিন সামনে রেখে দুই দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় থাকছে তাঁর স্মরণে নানা আয়োজন।
জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টা ৩০ মিনিট দেখানো হবে নায়করাজ রাজ্জাক-শাবানা অভিনীত সাড়া জাগানো ক্লাসিক চলচ্চিত্র ‘অবুঝ মন’।
জন্মদিনের সকাল শুরু হবে রাজ্জাক অভিনীত সিনেমার গান দিয়ে সরাসরি অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। এদিন সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজনটির বিশেষ পর্বে অতিথিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন মো. খুরশিদ আলম, স্বর্ণা এবং ইমরান খন্দকার।
এদিন দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে নায়করাজ অভিনীত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’।
জন্মদিনের বিকেলে দেখানো হবে রাজ্জাককে নিয়ে নির্মিত প্রথম বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বায়োপিকটি চ্যানেল আইয়ে প্রচার হবে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে। যা নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই বায়োপিকটি নির্মাণে হাত দেন। রাজ্জাকের অকপটে দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠার বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান বায়োপিকটিতে সংযোজন করেছেন শাইখ সিরাজ।
এ বায়োপিকে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ।
একই দিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে আবদুর রহমানের উপস্থাপনায় নায়করাজকে নিয়ে নির্মিত ‘সাময়িকী’র বিশেষ পর্ব ‘নায়ক থেকে নায়করাজ’।









