কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭৭ তম জন্মদিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। ১৯৪৮ সালের এই দিনে তিনি নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।
কথার জাদুকর হুমায়ূন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার। ছোট গল্প, উপন্যাস, শিশুতোষ উপন্যাস- সাহিত্যের সব জায়গায় ছিল তার সরব উপস্থিতি। কখনও আবার রং-তুলির ছোঁয়ায় রাঙিয়েছেন ক্যানভাস!
‘নন্দিত নরকে’ এবং ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘বাদশা নামদার’সহ দুই শতাধিক উপন্যাস লিখেছেন। তার রচিত ‘হিমু’, ‘শুভ্র’, ‘মিসির আলি’র মতো অনবদ্য চরিত্রগুলো আজও মানুষের মন ছুঁয়ে যায়।
পিছিয়ে ছিলেন না নির্মাণেও। ছোটপর্দা, বড়পর্দায় তার নানা সৃষ্টি বাঙালির মনে দাগ কেটে থাকবে হাজার বছর।
আশির দশক থেকে শুরু করে তাঁর নির্মিত ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’র মতো নাটকগুলো বর্তমান প্রজন্মের কাছেও এখনও একইভাবে জনপ্রিয়। ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, সর্বশেষ ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বি লেখক।
তার প্রতিটি নির্মাণের বিশেষত্ব ছিল গানের ব্যবহার। কখনও রবীন্দ্র সংগীত, কখনও নজরুল গীতি, আবার কখনও বা নিজের লেখা গান দিয়ে ছুঁয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়।
২০১২ সালের ১৯ জুলাই নির্মাণের মহান এই কারিগর নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পরেও নিজের সৃষ্টির মধ্য দিয়ে তিনি আজও পাঠক ও দর্শকের মনে জাগরুক!
বৃহস্পতিবার দিনভর নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ করবে চ্যানেল আই। নাটক, সিনেমা গানসহ নানান অনুষ্ঠান প্রচারের পাশাপাশি থাকছে বইমেলাও।
জন্মদিনে হুমায়ূনকে নিয়ে চ্যানেল আইয়ে যতো আয়োজন
জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। কীর্তিমান এই কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগরের জন্মদিন উপলক্ষে প্রতিবারের মতো চ্যানেল আই-এর পর্দা জুড়ে থাকছে নানান আয়োজন।
এদিন সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে উপস্থিত থাকবে তরুণ প্রজন্মের শিল্পী মুগ্ধ, অনন্যা আচার্য এবং প্রান্তি। তাদের কণ্ঠে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের গান দেখতে ও শুনতে পারবেন দর্শক।
সকাল ১১ টা থেকে দিনব্যাপী অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের বই নিয়ে চ্যানেল আই প্রাঙ্গনে থাকছে বইমেলা। আয়োজকরা জানান, ২৫ শতাংশ ছাড়ে এখান থেকে ক্রয় করা যাবে হুমায়ূনের লেখা বই।
এদিন দুপুরে তারকা কথনের বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন অভিনেতা এবং আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। হুমায়ূন আহমেদের বেশীর ভাগ নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। অনুষ্ঠানে নিজের সেইসব দিনের অভিজ্ঞতার কথা বলবেন তিনি।
তার আগে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানেও থাকবে হুমায়ূন আহমেদের গান। এদিন ১টা ৩০-এ থাকছে বিশেষ অনুষ্ঠান। দুপুর ৩টা ৫ মিনিটে দেখবেন হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’।
সিনেমাটির পুরো দৃশ্য ধারণ হয়েছে নুহাশ পল্লীতে। হাস্যরসাত্মক এই সিনেমাটিতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রূপক তালুকদার, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীন প্রমুখ।
সিনেপ্লেক্সে হুমায়ূন সপ্তাহ
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ভক্ত অনুরাগীদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে স্টার সিনেপ্লেক্স। গত ৭ নভেম্বর থেকে এই মাল্টিপ্লেক্সে উদযাপিত হচ্ছে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’, ১৩ নভেম্বর সারাদিন চলবে এই অনুষ্ঠান। টানা সাত দিন হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়, চারটি সিনেমা-ই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। সিনেমাগুলো হলো- ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দ্বারুচিনি দ্বীপ’।
সংস্কৃতি মন্ত্রণালয়ের হুমায়ূন উদযাপন
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে এক বিশেষ উৎসব— ‘হুমায়ূন উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে এদিন (১৩ নভেম্বর)।
এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, “সেলিব্রেটিং বাংলাদেশি লেজেন্ডস” সিরিজের পরবর্তী পর্বে উদযাপিত হবেন হুমায়ূন আহমেদ। সেই ঘোষণা অনুযায়িই বলা যায়, হুমায়ূনপ্রেমীদের অংশগ্রহণে রঙিন হয়ে উঠবে এবারের উৎসব।









