‘চিনি কম লিকার বেশি তোমায় আমি ভালোবাসি’-এর গান দিয়ে সংগীত জগতে যাত্রা শুরু করলো বাংলা ব্যান্ড বায়োস্কোপ।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ইউটিউব ও ফেসবুকে নিজেদের প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করে দলটি। মৌলিক এই গানটিতে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির জনপ্রিয় চা বিক্রেতা স্বপন মামার গল্পও। দর্শক-শ্রোতা মহলে প্রশংসিত হচ্ছে গানটি।
ব্যান্ডের সদস্য শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ‘বায়োস্কোপের ভাবনা ২০২৩ সালের ডিসেম্বরের। ব্যান্ড করার ভাবনা যতো এক্সাইটিং, তার চেয়ে বেশি কঠিন শেষ পর্যন্ত পথে নামা এবং সেটা কন্টিনিউ করা। সেই কঠিন পথ পাড়ি দেয়ার জন্য একে একে যুক্ত হন তারেক আহসান, অরণ্য আকন, বাপ্পী নবী, অরণ্য আকন, আবীর দাস ও লোবান।’
ব্যান্ডের আরেক সদস্য অরণ্য বলেন, ‘ধানমণ্ডি লেকের পাড়ে বসে দিনের পর দিন গিটার-পিয়ানিকা হাতে আমরা গলা মিলিয়েছি। শুরুতেই ব্যান্ডের নিজের গান থাকবে সেটাই ছিলো আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই একদম প্রথম দিন থেকেই নতুন গান তৈরির প্রক্রিয়া শুরু করি’।
‘চিনি কম লিকার বেশি, তোমায় আমি ভালোবাসি’- এমন লিরিকের ব্যাপারে ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক আঙ্গিক দাঁড়িয়ে গেলো।’
বায়োস্কোপ আরও কিছু মৌলিক গানের কাজ করছে বলে জানান ব্যান্ডের সদস্যরা। ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে দুটি গান শিগগিরই প্রকাশ পাবে ব্যান্ডের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মে।
সাহস মোস্তাফিজ জানান, বায়োস্কোপ লোক আঙ্গিকের গান করবে, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। নাগরিক জীবনের দৈনন্দিন গল্পের লোকজ প্রকাশই হবে এই ব্যান্ডের মূল উপাদান।
গানটির লিঙ্ক: https://www.youtube.com/watch?v=9BdWEfySLGU।









