দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক পদক্ষেপ নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নীতিনির্ধারকরা। বিশ্ব জীববৈচিত্র্য দিবসকে সামনে রেখে এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েরও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সেই সাথে জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন তারা।





