তিনবছর আগে ভেঙে গেছে অভিনেত্রী আফসান আরা বিন্দুর সংসার। ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর অভিনয়ে তাকে আর দেখা যায়নি!
বিয়ের এক দশক পর বিন্দু জানালেন, তার সংসার ভেঙে গেছে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে-সংসার নিয়ে কথা বলেন বিন্দু। এই আলোচনায় প্রেম, শুটিংয়ে দুর্ঘটনাসহ নানা বিষয়ে আলাপ করেন তিনি।
আলাপচারিতায় সঞ্চালক রুম্মান রশীদ খান সরাসরি বিন্দুর কাছে জানতে চান, আপনার কি বিবাহবিচ্ছেদ হয়েছে? জবাবে বিন্দু বলেন, হ্যাঁ। আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। কবে হয়েছে? পাল্টা প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলেন বিন্দু। তারপর বলেন, ২০২২ সালে।
বিন্দু বলেন, হ্যাঁ, আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। এ কারণে অনেকে দ্বিধাগ্রস্ত। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন না, যদি অস্বস্তি বোধ করি! বড় সংখ্যক মানুষ মনে করেন, ‘আমি বিবাহিত’। কিন্তু আমি বিবাহিত নই। আমার সংসারের যে জার্নি সেটা অনেক ছোট ছিল। মাঝখানে অনেক বড় একটি সেপারেশন গিয়েছে।
এরপর বিন্দুকে থামিয়ে সঞ্চালক জানতে চান, কবে থেকে আলাদা থাকছিলেন? জবাবে বিন্দু বলেন, ২০১৭ সাল থেকে। আপনারা আলাদা হলেন কেন জানতে চাইলে জবাবে বিন্দু বলেন, আলাদা হওয়ার জন্য অনেক সময় অনেক বড় বড় ঘটনা থাকে, কারণ থাকে। আবার অনেক সময় অনেক কারণও দরকার হয় না।
এখানে আরেকজন মানুষের জীবন জড়িত। আমি চাই না, বিচ্ছেদের কারণ ব্যাখ্যা দিয়ে উনাকে কোনো বিব্রতকর জায়গা ফেলি! সেইটুকু সম্মান আমি দিতে জানি।
যোগ করে বিন্দু বলেন, জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। পারিবারিক আয়োজনে আমার বিয়ে হয়েছিল। আমার বাবা-মা, পরিবার দেখে-শুনে আমার বিয়ে দিয়েছিলেন।
বছর দুয়েক আগে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আরিফিন শুভর বিপরীতে সর্বশেষ ‘উনিশ২০’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন বিন্দু। এরপর তাকে আর কোনো কাজে দেখা যায়নি।









