Advertisements
নীলফামারীর জলঢাকায় বিনা-১৭ জাতের ধানে চিটা ও ধান কালো হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। অভিযোগ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের বীজ আবাদ করায় এই বিপর্যয়। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের ক্ষতি কাটিয়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের রিপোর্ট।








