স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমল কর মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্য ও নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৯ বছর।
বিমল কর চট্টগ্রাম খেলোয়াড় সমিতি ও চট্টগ্রাম রেফারিজ ইউনিয়নের সদস্য ছিলেন। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া, ওয়ান্ডারাস, ফেনী এবং বৃহত্তর নোয়াখালী জেলার কৃতী সন্তান।
বিমল ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে সহায়তার ফান্ড বৃদ্ধিতে সহায়তা করেছেন। এর বাইরে ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছিলেন তিনি। খেলেছেন ভিক্টোরিয়ার হয়েও।
বিমল করের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।









