১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে কুড়ি বছরের বেশি সময় ধরে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়ে আসছে ‘বাড়ি’ সিরিজের নাটক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
এ বছর ‘বাড়ি’ সিরিজের নাটকটির নাম ‘ডাক্তার বাড়ি’। যেখানে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। অনেকদিন পরে মুক্তিযুদ্ধের নাটকে অভিনয়ে করলেন তিনি। এই নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া। এছাড়াও অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি।
রাজু আলীম-এর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। মহান বিজয় দিবসে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
এটি ছাড়াও বিজয় দিবসের দিনভর থাকছে নানা আয়োজন। দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। এরমধ্যে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’। রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে জিললুর রহমানের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’। সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চত্বর থেকে সরাসরি ‘হৃদয়ে লাল সবুজ বিজয়ের ৫৪ বছর’, বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে তৌকীর আহমেদের সিনেমা ‘অজ্ঞাতনামা’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ইকোসাইড ১৯৭১’। এ অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন মুকিত মজুমদার বাবু।









