ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। সেঞ্চুরিটির মাধ্যমে ক্রিকেটের স্বীকৃত ঘরোয়া তিন সংস্করণে ৫০তম শতকের দেখা পেলেন তারকা ওপেনার। ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিজয়ের ৫০তম সেঞ্চুরি পাওয়া তিন সংস্করণ হল ফার্স্ট ক্লাস ক্রিকেট, লিস্ট-এ এবং টি-টুয়েন্টি। ‘ফার্স্ট ক্লাস ক্রিকেটে’ তার সেঞ্চুরির সংখ্যা ২৪টি, ‘লিস্ট এ’তে ২৩টি এবং ‘টি-টুয়েন্টি’তে ৩টি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন এনামুলের। তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ সেঞ্চুরি আছে নাঈম ইসলামের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিজয়ের আরও তিনটি সেঞ্চুরি রয়েছে।









