সঞ্জয় সমদ্দার নির্মিত ঈদের সিনেমা ‘ইনসাফ’ নিয়ে যখন চলছে আলোচনা, তখনই এলো নতুন ঘোষণা—নির্মিত হচ্ছে ‘ইনসাফ ২’।
বুধবার রাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘ইনসাফ’-এর বিশেষ প্রদর্শনী শেষে এই ঘোষণা দেন ছবির প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, “আজকের ‘ইনসাফ’ ছবিকে বিট করবে ‘ইনসাফ ২’। আরও বড় আয়োজন, আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী গল্প দিয়ে ফিরবে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি।”
চঞ্চল চৌধুরী আগমনের ভেতর দিয়ে শেষ হয় ‘ইনসাফ’, প্রযোজক তাই ইঙ্গিত দিয়েছেন- আগামি কিস্তি হতে পারে চঞ্চল শো!
শরীফুল রাজ, যিনি ইনসাফ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন, তাকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন এই কিস্তি। খসরু বলেন, “ইনসাফ দিয়ে রাজ যেভাবে জায়গা করে নিয়েছে, তাতে ঈদের ছবি আর একজনের দখলে থাকবে না—এখন হবে ভাগাভাগি।”
তিনিও মনে করেন, এই ছবির মাধ্যমে তাসনিয়া ফারিণ একজন সম্ভাবনাময় অ্যাকশন হিরোইন হিসেবে আত্মপ্রকাশ করেছেন। “আমরা একজন নতুন অ্যাকশন নায়িকা পেলাম”—বললেন খসরু।
‘ইনসাফ’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। অতিথি চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী।
অতিথি চরিত্র প্রসঙ্গে এদিন চঞ্চল বলেন, “শুধু ‘ইনসাফ’ নয়, শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাতেও বর্তমান সময়ের দুজন তারকা অভিনেতা ক্যামিও করেছেন। কারণ, আমরা চাই সবাই মিলে ইন্ডাস্ট্রিকে চাঙ্গা রাখতে।”
খসরু জানিয়েছেন, আগামি সপ্তাহ থেকে ‘ইনসাফ’ দেশের বেশকিছু সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে।









