বিশ্ববাজারে হঠাৎ বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর মাত্র কয়েক দিনের মধ্যেই বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মঙ্গলবার বাজারে বড় ধাক্কা লাগে।
রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেলের দিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একদিনে কমেছে প্রায় ২ দশমিক ৩ শতাংশ। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ২৫৬ ডলার ১৯ সেন্টে, যা আগের দিনের সর্বকালীন সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলার ২১ সেন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েক মাস ধরে স্বর্ণের দামে যে ধারাবাহিক উর্ধ্বগতি দেখা যাচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে এখন বাজার স্বাভাবিক সংশোধন পর্যায়-এ প্রবেশ করেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় দামের সাময়িক পতন ঘটলেও, বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় পতন লক্ষ্য করা গেছে। রুপার দাম কমেছে ৪ দশমিক ৩ শতাংশ, দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৫০ ডলার ৩১ সেন্টে। প্লাটিনামের দাম নেমেছে ১ হাজার ৫৮৩ ডলার ৩৮ সেন্টে এবং প্যালাডিয়াম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ ডলার ০৪ সেন্টে।
তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও, দেশের বাজারে আগের দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় বিক্রি হচ্ছে।









