কোপা আমেরিকার কোয়ার্টারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে গেছে উরুগুয়ে। ম্যাচে বল পজিশনে এগিয়ে থাকা ব্রাজিল একটা সময় ১০ জনের প্রতিপক্ষের জালেও বল পাঠাতে পারেনি। খেলোয়াড় একজন কম থাকায় উরুগুয়ে রক্ষণাত্মক ছিল সেসময়, স্বীকার করেছেন কোচ মার্সেলো বিয়েলসা। জানিয়েছেন, তার দল উরুগুয়ে কৌশলে ফুটবল খেলেছে।
ম্যাচের পর কৌশল নিয়ে বিয়েলসা জানান, ‘খেলায় যা কিছু হয়েছে তার সব উরুগুয়ে কৌশলে হয়েছে। এটা এমন একটি ম্যাচ ছিল যাতে গোলের সুযোগ খুব কম পাওয়া গেছে। যখন আমাদের একজন কমে যায়, আমরা সিদ্ধান্ত নেই রক্ষণাত্মক হয়ে নিজেদের অংশে থাকার। কিন্তু হ্যাঁ, দ্বিতীয়ার্ধে আমরা খুব বেশি গোলের সুযোগ পাইনি।’
চোটে ভুগে মাঠ ছাড়া দুই ডিফেন্ডারকে ফেরানো সম্পর্কে বিয়েলসা বলেছেন, ‘ভিনার ক্ষেত্রে এটি পেশির চোট নয়, কিন্তু তার পায়ের নিচের দিকে একটু সমস্যা রয়েছে। আরাউজোর পেশির চোট রয়েছে এবং আমার মনে হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার সম্পর্কে নিশ্চিত বলা যাবে।’
আর্জেন্টিনার সমানসংখ্যক ১৫টি কোপা শিরোপা উরুগুয়ের থাকার পরও দীর্ঘদিন ট্রফি খরায় ভুগছে দলটি। সবশেষ ২০১১ সালে সেমিফাইনাল খেলেছিল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
২০২৩ সালে উরুগুয়ের দায়িত্ব নিয়ে টানা দুই ম্যাচে ব্রাজিলকে হারানোর কৃতিত্ব জুড়লেন আর্জেন্টাইন কোচ বিয়েলসা। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজিল।









