বড়পর্দা ও ওটিটিতে নতুন কাজের পাশাপাশি এবার ক্রিকেট অঙ্গনের অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারের সঙ্গে দেখা যায় তাকে!
জানা গেছে, রিমার্ক হারল্যানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যান্ড লিলির অ্যাম্বাসাডর হিসেবে উপস্থিত ছিলেন মিম। ওই অনুষ্ঠানেই অতিথি হিসেবে যোগ দেন শোয়েব আখতার এবং তার সঙ্গে চুক্তি স্বাক্ষরের দায়িত্ব পালন করেন অভিনেত্রী নিজেই।
মিম জানান, ‘শোয়েব আখতারের মতো ক্রিকেট ইতিহাসের একজন বড় তারকার সঙ্গে একই মঞ্চে থাকা দারুণ অভিজ্ঞতা। তিনি আমাকে আগে থেকেই চেনেন- জানতে পেরে সত্যিই অবাক হয়েছি।’
প্রসঙ্গত, চলতি বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হচ্ছেন শোয়েব আখতার। সেই উপলক্ষেই তিনি ঢাকায় এসেছেন। বিপিএল চলাকালে গ্যালারিতে ঢাকা ক্যাপিটালসের সমর্থক হিসেবেও দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।









