যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বাইডেন বলেছেন, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আদেশ দিলেই তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজকে গতকাল (৫ জুলাই) শুক্রবার দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করা হয়, তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য চাইছেন তিনি যেন নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? জবাবে বাইডেন বলেন, যদি সর্বশক্তিমান গড আমার সামনে এসে আমাকে (প্রার্থিতা প্রত্যাহারের) আদেশ দেন, তাহলে আমি তা করতে পারি।
এছাড়াও ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, আগামী নভেম্বরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন; এমন কোন নেতা এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টিতে রয়েছেন বলে তিনি মনে করেন কি না? এই প্রশ্নের জাবাবে বাইডেন বলেছেন, না। আমি তা মনে করি না।
সাক্ষাৎকারটির সম্পূর্ণ আলোচনা হয়েছে আনস্ক্রিপটেড প্রশ্নভিত্তিক। সাধারণত সাক্ষাৎকারে যেসব প্রশ্ন করা হয়, তা সাক্ষাৎকার গ্রহণের আগে লিখিত আকারে সাক্ষাৎকারদাতাকে প্রদান করা হয়। সেটিকে বলা হয় ‘স্ক্রিপটেড’ সাক্ষাৎকার। তবে এই সাক্ষাৎকারের কোন প্রশ্ন আগে থেকে বাইডেনকে জানানো হয়নি। তাই এটি ছিল ‘আনস্ক্রিপটেড’ সাক্ষাৎকার।
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বাইডেন। এমন একটি পরিস্থিতিতে এই সাক্ষাৎকারটিকে তার জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছেন অনেকে।









