যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। এর আগেই ভোটদান করলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়্যারের উইলমিংটনে দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিলেন তিনি।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২৮ অক্টোবর) সোমবার নিজ শহর উইলমিংটনের কাছে নিউ ক্যাসেলের ডেলাওয়্যারে কমলা হ্যারিসকে আগাম ভোট দিয়েছেন জো বাইডেন। ডেলাওয়্যার বরাবরই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি। ১৯৭৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত সেখানকার সেনেটর ছিলেন জো বাইডেন।
সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সে দেশের বহু বাসিন্দাই নির্ধারিত দিনের পূর্বে ভোটদানের জন্য আবেদন করে থাকেন। জো বাইডেনও ছিলেন সে তালিকায়। ইতিমধ্যেই আগাম ভোটদান শুরু হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কেউ সশরীরে গিয়ে ভোটদান করছেন, কেউ বা ভোট দিচ্ছেন ই-মেলের মাধ্যমে।
গত সপ্তাহ থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের এই আগাম ভোটদান পর্ব। ২৮ অক্টোবর পর্যন্ত দেশটির ৪ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৭৮৭ জন নাগরিক আগাম ভোটদান করেছেন। তাদের মধ্যে অধিকাংশই ই-মেলের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কেউ কেউ আবার সশরীরে বুথে গিয়েও ভোট দিয়েছেন।
গত জুলাই মাসে নিজের জেদ ছেড়ে মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে সরে দাঁড়ান জো বাইডেন। নিজের দলের মধ্যেই তার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ময়দানে নামেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর নিজের সেকেন্ড-ইন-কমান্ড কমলা হ্যারিসকে সমর্থন করছেন বাইডেন।









