ন্যাটোর পূর্ব ইউরোপের নয় দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার ২২ ফেব্রুয়ারি ইউরোপ সফরে পোল্যান্ডে থাকাকালীন ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন জো বাইডেন।
এর আগে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক অস্ত্র চুক্তি স্থগিত রাখার বিষয়ে নিরাপত্তা নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর সহায়তা আশা করেছেন বাইডেন।
বৈঠকে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ন্যাটো নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পালন করবে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে ন্যাটোভুক্ত দেশগুলো জানায়, ইউক্রেনের এখন যুদ্ধে সাহায্য প্রয়োজন, আমরা সাহায্য করতে রাজি।
বৈঠকে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বাল্টিক দেশগুলোকে আরও সামরিক সাহায্য দেয়ার কথাও বলেছেন।
তিনি বলেন, আমি অত্যাধুনিক কিন্তু অতি প্রয়োজনীয় জিনিসগুলো এই দেশগুলোতে পাঠানোর জন্য বলেছি। যেমন, এয়ারস্পেস নজরদারি ব্যবস্থা, হেলিকপ্টার, অত্যাধুনিক কামান। এই দেশগুলোতে ওই সামরিক সরঞ্জাম রোটেশনের ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
ন্যাটোভুক্ত এই নয় দেশের আশঙ্কা, ইউক্রেনের পর রাশিয়া তাদেরও আক্রমণ করতে পারে।
বাইডেন এখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নিন্দা করে বলেন, পুতিন যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত আলোচনায় অংশ না নেয়ার কথা জানিয়েছেন, তা ঠিক সিদ্ধান্ত নয়। এটা বড় ভুল।







